Wednesday, February 20, 2019

কিশোর ঘোষ




বাংলা ভাষায় কবিতা লিখি বলে
উৎসর্গ: জীবনানন্দ দাশ


বাংলা ভাষায় কবিতা লিখি বলে
মাথার উপরে শকুন, ভিতরে কালো মেঘ ওড়ে
বাংলা ভাষায় কবিতা লিখি বলে
ঢঙ-কা প্রেমিকা জুটল না, আদরের বিয়ে হয়ে গেল
                                  একজন মানিব্যাগের সঙ্গে
#
বাংলা ভাষায় কবিতা লিখি তাই
মিড-ডে মিলের মতো রোগা বউ,
বাড়ে মায়ের ওষুধের বিল, ছেলে ব্যর্থ, ছেলে কবি
তার মাথার উপরে শকুন, ভেতরে ঝড়-কালো মেঘ
আর একটা পাগল, আইআইটি খড়্গপুরের পাকা চাকরি ছেড়ে
হাঁটা দিল গ্রাম-বাংলার কাঁচা রাস্তায়---
              যে দিগন্তে সর্বনাশী বর্ণমালা ওড়ে

                                       শঙ্খচিলের ডানায়...


এগ্রিকালচার

কীটনাশক খেয়ে
কৃষিখেত মারা গ্যালো রাতে

কৃষকের দেহ পাওয়া গ্যালো সকালে  
নীল ধানক্ষেতে   

1 comment:

সম্পাদকীয়-র পরিবর্তে

"একটা কথা আমি বলি। আমরা অনেকগুলো জিনিস খবরের কাগজে দেখি। সারফেসে দেখি, তার দ্বারা প্রভাবিত হয়ে যাই। আমাদের আর কিন্তু প্...

পাঠকের পছন্দ