Wednesday, February 20, 2019

দীপক রায়ের কবিতা



         

দোকান 

দোকানটা বন্ধ ছিল কাল 
   দোকানটা বন্ধ কেন আজও 
         -- প্রশ্ন করি পাশের দোকানিকে
পরশুদিনও বন্ধ ছিল -- জানেন না আপনি ।
                    দোকানটা খুলবে না আর...
আর কিছু বলে নি সে  

বন্ধ দোকানের ভেতর থেকে ধোয়াঁ ওড়ে
      কেন কেঁপে কেঁপে ধোঁয়া ওড়ে  
                 কেন সে আকাশে মেশে... 



সংবাদপত্র 

গুটিসুটি মেরে পড়ে আছে সকালবেলা। ভিজে বেড়াল বিছানায় শুয়ে আছে। 
ওকে না ছুঁয়েই বলতে পারি ওর প্রথম পাতায় যে আছে আলো করে সে আমার অশুভ যাত্রা। ওকে হাতে নিই। দ্বিতীয় পাতায় যে চিত্রতারকা, অনিচ্ছায় দেখতে হবে তাকে। পাঁচের পাতায় খুন, আত্মহত্যা। ছয় নয় এগারো বিজ্ঞাপন বিজ্ঞাপন বিজ্ঞাপন ।বারো পাতায় ক্রিকেট ক্রিকেট। পনেরো ষোলো বিনোদন আর অমৃতবানী। এডিটোরিয়ালে আম্বেদকারের  ছবি। তার চারপাশে জ্বলন্ত ।মোমবাতি। দুটি অসামান্য লেখা। দুটি  আশ্চর্য পত্র। মাননীয় পাঠক  -- চিঠি নয়। পত্রই  বলব। যে পত্রলেখককে খুব বেশি মানুষ চেনেন  না। 
                 আপনার দিনের শুরু। ভিজে বেড়ালের মতো শুয়ে আছে সে আপনার বিছানায়। চা-যে চুমুক দেবার আগে ভাবছেন কীভাবে পড়বেন আপনি।

No comments:

Post a Comment

সম্পাদকীয়-র পরিবর্তে

"একটা কথা আমি বলি। আমরা অনেকগুলো জিনিস খবরের কাগজে দেখি। সারফেসে দেখি, তার দ্বারা প্রভাবিত হয়ে যাই। আমাদের আর কিন্তু প্...

পাঠকের পছন্দ