Wednesday, February 20, 2019

রাজর্ষি দে






শীতকাল

আজকাল অবসরে আছি
কোয়া ছাড়াতে ছাড়াতে দিন কাটে

শীত না আসলেও শীতকাল ঠিকই এসে পড়ে
শৈশবের ন্যাপথলিন গন্ধ ছড়িয়ে থাকে
পাটভাঙা পাইটের গ্লাসে

ভাবি একবার তেতলার চিলেকোঠায় গিয়ে দাঁড়াই
শীতের দুপুরের গা-গরম করা খেলাগুলো
সেদিন ফেলে এসেছিলাম
অনাথ উষ্ণতারা মায়ের দুধের অপেক্ষা করছে
সেই থেকে



এক দুই তিন

শূন্য যে এক সংক্রামক সংখ্যা
স্কুলে বা টিউশনে কেউ কোনোদিন শেখায় নি

এক বসে থাকে
থাকতে থাকতে রাত বাড়ে, ঘড়ির কাটা সরে না

আসলে দুই কোথাও নেই

তিন সত্যি?
আড়ি আড়ি আড়ি

দিক আছে, কিন্তু রাস্তা নেই

ক্ষিতি-অপ-তেজ-মরূৎ-ব্যোম
কিন্তু ছোঁয়ার মতন কিছু নেই

No comments:

Post a Comment

সম্পাদকীয়-র পরিবর্তে

"একটা কথা আমি বলি। আমরা অনেকগুলো জিনিস খবরের কাগজে দেখি। সারফেসে দেখি, তার দ্বারা প্রভাবিত হয়ে যাই। আমাদের আর কিন্তু প্...

পাঠকের পছন্দ